ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

খালেদার বিচার হবে জনতার আদালতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৬, এপ্রিল ১৭, ২০১৫
খালেদার বিচার হবে জনতার আদালতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ভোলা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, খালেদা জিয়া দেশকে স্তব্ধ করতে চেয়েছিলেন, কিন্তু তিনি পরাজিত হয়েছেন। তার বিচার হবে জনতার আদালতে।



শুক্রবার (১৭ এপ্রিল) সকালে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যারা নির্মমভাবে মানুষ খুন করেছে, পুড়িয়ে মেরেছে তাদের ক্ষমা নেই। তিন সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ের মাধ্যমে জনগণ তার জবাব দেবে।
তিনি আরো বলেন, দেশের দারিদ্র সীমা অনেক নিচে নেমে এসেছে। আগামী ২০২১ সালের মধ্যে তা শূন্যের কোটায় নেমে আসবে। পরিণত হবে মধ্যম আয়ের দেশে।

স্থানীয় উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, ভোলার মজুদকৃত গ্যাসের পরিমাণ নির্ধারণ হলেই ভোলা হবে উন্নয়নশীল জেলা। জেলার নদীভাঙন রোধে বেশকিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে। দেশি-বিদেশি কিছু কোম্পানি ভোলাতে শিল্প প্রতিষ্ঠান স্থাপনের ইচ্ছা প্রকাশ করেছে। অচিরেই শিল্প-কারখানা প্রতিষ্ঠান মাধ্যমে এলাকার যুবকদের কর্মসংস্থানের সৃষ্টি হবে।

ভোলার জেলা প্রশাসক মো. সেলিম রেজার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক আব্দুল মমিন টুলু, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন।

সভায় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহমুদ, ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, ব্যবসায়ী মাইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইউনুস, জেলা বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।

জেলা ছাত্রলীগের সভাপতি আবিদুল আলমের উপস্থাপনায়  সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
‌এসআর/

** ‘সন্ত্রাসের জবাব ব্যালটে’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।