ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

নির্বাচনী পরিবেশ নষ্ট করতে চাইছে বিএনপি-জামাত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৮, এপ্রিল ১৮, ২০১৫
নির্বাচনী পরিবেশ নষ্ট করতে চাইছে বিএনপি-জামাত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে সিটি করর্পোরেশনের নির্বাচনী প্রচারণা চালিয়ে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা নির্বাচনী পরিবেশ নষ্ট করতে চাইছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম।

শনিবার (১৮ এপ্রিল) সকালে সাভারের তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।



এ সময় তিনি আরো বলেন, সরকারের উন্নয়ন কর্মসূচি দেখে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা দিশেহারা হয়ে পড়েছে। তাই দেশে হরতাল অবরোধ দিয়ে তারা সাধারণ মানুষকে মারার পায়তারা করছে। সিটি করর্পোরেশন নির্বাচনে দেশের মানুষ আ’লীগ সমর্থিত মেয়র প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করে জঙ্গি নেত্রী খালেদা জিয়াকে দাঁত ভাঙ্গা জবাব দেবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাভার উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, তেঁতুলঝোড়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, ভাকুর্তা ইউনিয়ন আ’লীগের সভাপতি শহিদুল্লাহ মুন্সী, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মাসুদ খান রানা, স্থানীয় ইউপি সদস্য আইয়ুব আলী, আহলাদ হোসেন সহ স্থানীয় আ’লীগের নেতাকর্মীরা।

পরে মন্ত্রী সাভারের মুশুরী খোলা এলাকায় একটি মসজিদও উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
এসএইচএস/আরআই


 
 


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।