ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

২০ দলের নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটিতে মাহীর নাম!

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৭, এপ্রিল ১৮, ২০১৫
২০ দলের নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটিতে মাহীর নাম! মাহী বি. চৌধুরী

ঢাকা: ২০ দলের নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটিতে নিজের নাম দেখে বিস্ময় প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী মাহী বি. চৌধুরী।

বিষয়টি গর্হিত উল্লেখ করে বলেন, আমি একজন মেয়রপ্রাথী।

নির্বাচনে জয়ী হওয়ার জন্য আমি পুরোদমে কাজ করে যাচ্ছি।

শনিবার (১৮ এপ্রিল) সকালে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

মাহী আরও বলেন, আমি সংবাদপত্রের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। তাবিথ আউয়াল রাজনীতিতে অনভিজ্ঞ হতে পারেন। কিন্তু তার এমন গর্হিত কাজ করার কথা নয়।
 
তবে কমিটিতে মাহীর নাম অন্তর্ভূক্তি ভুল হয়েছে বলে স্বীকার করেছেন বিএনপির সহ দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন, জানান মাহী।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
এমএম/এএ


   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।