ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

খুলনায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৪, এপ্রিল ১৮, ২০১৫
খুলনায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: দেশব্যাপী ছাত্রলীগের নৈরাজ্য, সন্ত্রাস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ অনুষ্ঠানে নারীদের শ্লীলতাহানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে খুলনা মহানগর ও জেলা শাখা ছাত্রদল।

শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১২টায় নগরীর কেডিঘোষ রোডস্থ বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়।

এরপর মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এ সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম, মহানগর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শেখ সাদী প্রম‍ুখ।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক এস এম কামালের পরিচালনায় সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি কামরান হাসান।

সমাবেশে বক্তারা পহেলা বৈশাখ অনুষ্ঠানে নারীদের লাঞ্ছনাকারীদের গ্রেফতারপূর্বক শাস্তির দাবি জানান।

মিছিল ও সমাবেশে ছাত্রদল মহানগর ও জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
এএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।