ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

বিএনপির নির্বাচন বর্জন দুঃখজনক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৯, এপ্রিল ২৮, ২০১৫
বিএনপির নির্বাচন বর্জন দুঃখজনক ছবি: নাজমুল হাসান/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের মাঝ পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সরে দাঁড়ানোর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডব্লিউ গিবসন। একই সঙ্গে অনিয়মের সব অভিযোগ দ্রুত এবং নিরপেক্ষতার সঙ্গে তদন্ত হওয়া জরুরি বলেও মন্তব্য করেছেন তিনি।



মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে ঢাকার ব্রিটিশ হাই কমিশন থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে গিবসন বলেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখেই সব রাজনৈতিক দলের উচিত মঙ্গলবারের ঘটনার প্রতিক্রিয়া দেখানো।

তিনি আরও বলেন, সব ভোটারের গণতান্ত্রিক অধিকার হিসেবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেওয়ার বিধান নিশ্চিত করা সব ধরনের রাজনৈতিক দল, নির্বাচন কমিশন (ইসি) এবং আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব।

বিএনপির নির্বাচন বর্জনের সিদ্ধান্তে ঢাকা এবং চট্টগ্রামে মঙ্গলবার রাতে এবং আগামী কয়েকদিন সংহিসতা বা জনসাধারণের জীবনযাত্রায় বিঘ্ন সৃষ্টিকারী কোনো ঘটনা ঘটবে না বলেও আশাবাদ গিবসনের।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
জেপি/আইএ

** ভোটে বিশৃঙ্খলা নেই: গিবসন, সুষ্ঠু হচ্ছে: ফেমা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।