ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

উত্তরে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীর ওপর হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৩, এপ্রিল ২৮, ২০১৫
উত্তরে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীর ওপর হামলা প্রতীকী

ঢাকা: ঢাকা উত্তরের ৯, ১০ ও ১১ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী আসমত আরা জাহান চৌধুরী নীলার ওপর হামলার ঘটনা ঘটেছে। তিনি পিঞ্জর মার্কা নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।



মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৪টার আগে দারুস সালাম এলাকার আরসি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত আসমত জাহান চৌধুরী নীলা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তার ছেলে মাহমুদুল হাসান পিয়াস অভিযোগ করে বলেন, জালভোটের প্রতিবাদ জানালে লুৎফর রহমানের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী মায়ের ওপর হামলা চালায়। এ সময় তারা কিল-ঘুষি দিয়ে মাকে আহত করে।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
এজেডএস/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।