ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

কাদের সিদ্দিকীর অবস্থান কর্মসূচি এবার মধুপুরে

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৮, মে ৪, ২০১৫
কাদের সিদ্দিকীর অবস্থান কর্মসূচি এবার মধুপুরে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মধুপুর (টাঙ্গাইল): বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী চলমান কর্মসূচির অংশ হিসেবে এবার টাঙ্গাইলের মধুপুরে অবস্থান করছেন।

শান্তি আলোচনায় দুই নেত্রীকে এগিয়ে আসার আহ্বান  জানিয়ে ঢাকায় মতিঝিলে দুই মাসাধিকাল অবস্থান কর্মসূচি শেষে সারাদেশে তিনি অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।



ওই কর্মসূচির অংশ হিসেবে মধুপুরে অবস্থান কর্মসূচি পালন করতে সোমবার (০৪ মে) বিকেলে স্থানীয় রাণী ভবানী মডেল উচ্চ বিদ্যালয়ে এসে হাজির হয়েছেন।
বর্তমানে তিনি বিদ্যালয়ের বারান্দায় অবস্থান নিয়েছেন।

বঙ্গবীরের সফরসঙ্গী মাহমুদুল হাসান বাংলানিউজকে  জানান, বঙ্গবীর মঙ্গলবার পর্যন্ত মধুপুরে অবস্থান করবেন।

অবস্থানকালে কাদের সিদ্দিকী স্থানীয় গণমাধ্যম কর্মীদের  সঙ্গে মতবিনিময় করবেন ও একটি সমাবেশ করবেন।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, মে ০৪, ২০১৫
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।