ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

বেরোবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৩, মে ৫, ২০১৫
বেরোবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

রংপুর: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাকিবুল কায়েসকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।



মঙ্গলবার (৫ মে) বিকেল সোয়া ৩টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতারা জানান, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার হাতে লেখা প্রশ্নপত্র বিক্রি করছিলেন ছাত্রলীগের বহিষ্কৃত নেতা হাদী, তিতাস, রাজ, তুষার, রোকনসহ আরও কয়েকজন। এ সময় তারা প্রশ্নপত্র বিক্রির পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে চাঁদাও আদায় করছিলেন।

এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের বর্তমান কমিটির সভাপতি শিশির ও সাধারণ সম্পাদক মাহমুদ তাদের কর্মীদের নিয়ে প্রশ্নপত্র বিক্রি ও চাঁদা আদায়ে বাধা দেন। এ সময় বহিষ্কৃত নেতারা তাদের লোকজন নিয়ে বর্তমান কমিটির নেতাকর্মীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। হামলায় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাকিবুল কায়েসকে কুপিয়ে তার বাম হাতের আঙুল কেটে ফেলে দুর্বৃত্তরা।        

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ সাংগঠনিক সম্পাদক নিহার মো. শাওন জানান, ছাত্রলীগের বহিষ্কৃত নেতাদের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি ও চাঁদা আদায়ে বাধা দিলে তারা বহিরাগতদের নিয়ে হামলা চালান। গুরুতর আহত নাকিবুল কায়েসকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাম দা দিয়ে কুপিয়ে তার বাম হাতের আঙুল কেটে ফেলেছেন হামলাকারীরা।  

তবে ছাত্রলীগের বহিষ্কৃত নেতা রাজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ হামলার সঙ্গে তারা জড়িত নন। তাদের ভাবমূর্তি ক্ষুন্ন করতে এ দোষারোপ করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শফি জানান, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবেই চলছে।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, মে ০৫, ২০১৫
এসএন/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।