ঢাকা, মঙ্গলবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

লতিফ সিদ্দিকীর ৭ মামলার জামিন শুনানি পিছিয়ে ২৪ মে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৮, মে ১৭, ২০১৫
লতিফ সিদ্দিকীর ৭ মামলার জামিন শুনানি পিছিয়ে ২৪ মে আবদুল লতিফ সিদ্দিকী

ঢাকা: হজ ও তাবলিগ জামাত নিয়ে কটূক্তির সাত মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর জামিন শুনানির দিন পিছিয়ে আগামী ২৪ মে পুনর্নির্ধারণ করেছেন আদালত।

রোববার (১৭ মে) লতিফ সিদ্দিকীর সাত মামলার জামিনের আবেদনের শুনানির দিন ধার্য ছিলো।

তার আইনজীবী অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল জামিন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। ঢাকা মহানগর দায়রা জজের বিচারক কামরুল হোসেন মোল্লা সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ২৪ মে পুনর্নির্ধারণ করেন।

গত বছরের ২৯ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসে টাঙ্গাইল সমিতির মতবিনিময় সভায় লতিফ সিদ্দিকী বলেন, ‘আমি কিন্তু হজ আর তাবলিগ জামাতের ঘোর বিরোধী। হজে যে কতো ম্যানপাওয়ার নষ্ট হয়। হজের জন্য ২০ লাখ লোক আজ সৌদি আরব গেছে।

তাদের কোনো কাজ নাই। তাদের কোনো প্রোডাকশন নাই। শুধু রিডাকশন করতেছে। শুধু খাচ্ছে আর দেশের টাকা নিয়ে ওখানে দিয়ে আসছে। গড়ে যদি বাংলাদেশ থেকে এক লাখ লোক হজে যান, প্রত্যেকের ৫ লাখ টাকা করে ৫০০ কোটি টাকা খরচ হয়’।

লতিফ সিদ্দিকী প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কেও কটূক্তি করেন। তার এ বক্তব্য বাংলাদেশের বিভিন্ন অনলাইন নিউজপোর্টাল, টেলিভিশন চ্যানেল ও পত্রিকায় প্রকাশিত হওয়ায় ঢাকার আদালতে বিভিন্ন ব্যক্তি ওই সাতটি মামলা দায়ের করেন। এছাড়াও তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় বেশ কয়েকটি মামলা করা হয়।

গত বছরের ২৩ নভেম্বর রাত ৮টা ৪০ মিনিটে ভারত থেকে দেশে ফেরেন লতিফ সিদ্দিকী। দেশে ফেরার পর পরই ধর্মভিত্তিক বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল তার গ্রেফতার দাবি করে। ২৬ নভেম্বর ধানমণ্ডি থানায় আত্মসমর্পণ করার পর লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, মে ১৭, ২০১৫
এমআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।