ঢাকা, মঙ্গলবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ’র জামিন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১২, মে ১৭, ২০১৫
এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ’র জামিন এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ

চান্দিনা (কুমিল্লা): গ্রেফতারি পরোয়ানা জারির তিন সপ্তাহ পর এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদের জামিন মঞ্জুর করেছে আদালত।

রোববার (১৭ মে) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৭ আদালতে ড. রেদোয়ান আহমেদ হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তার জামিন মঞ্জুর করেন।



গত ২০১৪ সালের ২৭ আগস্ট ২০ দলীয় জোটের প্রধান শরীকদল বিএনপি’র কুমিল্লা উত্তর জেলা সভাপতি খোরশেদ আলমের চান্দিনার বাণিজ্যিক কার্যালয়ে অগ্নিসংযোগ মামলায় জোটের অপর শরীকদল এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদসহ আরও অনেক নেতাকর্মীকে আসামি করে চান্দিনা থানায় মামলা দায়ের করেছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজার এনায়েতুর রহমান।

ওই মামলাটি আদালতে বিচারাধীন অবস্থায় ড. রেদোয়ান আহমেদ অনুপস্থিত থাকায় চলতি বছরের ২৬ এপ্রিল কুমিল্লা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলার প্রধান আসামি ড. রেদোয়ান আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
 
রোববার একই আদালত থেকে জামিন হয় তার। ড. রেদোয়ান আহমেদ তার মামলাটি পরিচালনার জন্য অ্যাডভোকেট মাসুদ সালাউদ্দিন ও অ্যাড. তৌহিদুল ইসলাম বাবুকে আইনজীবী হিসেবে নিয়োগ করেন।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, মে ১৭, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।