ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

সাগরে ভাসমানদের ফেরত আনার দাবি গণসংহতির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫১, মে ২১, ২০১৫
সাগরে ভাসমানদের ফেরত আনার দাবি গণসংহতির ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সাগরে ভাসমান বাংলাদেশি নাগরিকদের অবিলম্বে দেশে ফেরত আনার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন। সাম্প্রতিক মানব পাচার সঙ্কটের ঘটনাপ্রবাহ পর্যালোচনা ও কর্মসূচি ঘোষণা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ দাবি করে দলটি।



বৃহস্পতিবার (২১ মে) হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কেন্দ্রী কার্যালয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সাগরে বাংলাদেশের হাজার হাজার মানুষ যেখানে ভেসে রয়েছে, সেখানে এই নাগরিকদের উদ্ধারে সরকারের কোনো উদ্ধার তৎপরতা নেই। জীবন-মরণের সাথে পাঞ্জা লড়ে সাগরে ভাসার এই ঘটনাকে যেখানে সরকারের জাতীয় দুর্যোগ হিসেবে চিহ্নিত করার দরকার ছিল সেখানে সরকার নির্লিপ্ত।

জোনায়েদ সাকি আরও বলেন, অতি সত্বর মানবপাচারের এই ঘটনাকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা দিন এবং ভাসমান মানুষগুলোকে উদ্ধারে এই মুহ‍ূর্তেই জরুরি পদক্ষেপ নিন।

মানব পাচারের সঙ্কটে সরকারের দায়ই সবচে বেশি। তারা অবৈধ শ্রমিকদের দায় নেবে না বলে নির্লজ্জ বক্তব্য দিয়েছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘাড়ে দোষারোপ চাপিয়ে নিজেদের দায়িত্ব এড়িয়েছে বলেও অভিযোগ করে গণসংহতি আন্দোলন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য অ্যাডভোকেট আবদুস সালাম, ফিরোজ আহমেদ, আবুল হাসান রুবেল, বাচ্চু ভূঁইয়া, মনিরউদ্দীন পাপ্পু, জুলহাসনাইন বাবু, অ্যাডভোকেট জান্নাতুল মরিয়ম, ছাত্র ফেডারেশন এর সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল প্রম‍ুখ।

লিখিত বক্তব্যে থাইল্যান্ড ও মালয়েশিয়া সরকারের অভিবাসী শ্রমনীতির নিন্দা করে বলা হয়, একদিকে তারা সস্তা শ্রমিকের লোভে অবৈধ আগমনকে উৎসাহিত করেন, অন্যদিকে যেকোনো সঙ্কটে এদের কোনো দায় নিতে অস্বীকার করেন।

৮দফা দাবি ঘোষণা করে আগামী শনিবার (২৩ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট ও সংহতি সমাবেশের ঘোষণা দেয় দলটি।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, মে ২১, ২১০৫
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।