ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

সাংস্কৃতিক কর্মীর ওপর হামলাকারীদের গ্রেফতারের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৮, মে ২২, ২০১৫
সাংস্কৃতিক কর্মীর ওপর হামলাকারীদের গ্রেফতারের নির্দেশ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত / ফাইল ফটো

সিলেট: সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেফতার করার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী।

শুক্রবার (২২ মে) সকালে নগরীর হাফিজ কমপ্লেক্সে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে হামলাকারীদের বিচার দাবি করেন সিলেটের সাংস্কৃতিক কর্মীরা।



এর আগে বৃহস্পতিবার রাতে নগরীর রিকাবিবাজার এলাকায় ছাত্রলীগের হামলায় আহত হন রজত কান্তি। দুর্বৃত্তদের হামলায় তার ডান হাত ভেঙ্গে গেছে। তিনি বর্তমানে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, মে ২২, ২০১৫
এনইউ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।