ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

আ.লীগের বিজয় র‌্যালিতে সমবেত হচ্ছেন নেতাকর্মীরা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৬, মে ২২, ২০১৫
আ.লীগের বিজয় র‌্যালিতে সমবেত হচ্ছেন নেতাকর্মীরা

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত বিজয় র‌্যালিতে অংশ নিতে রাজধানীর রমনার ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ’(আইইবি)-এর সামনে সমবেত হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শুক্রবার (২২ মে) দুপুরের পর থেকেই রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে সমবেত হতে থাকেন।



র‌্যালি শুরু হওয়ার আগে এখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ।

সমাবেশে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ ঢাকা মহানগর আওয়ামী নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সমাবেশে শেষে বিজয় র‌্যালি বের করা হবে। র‌্যালিটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে শাহবাগ, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, সায়েন্সল্যাব ও কলাবাগান হয়ে ধানমণ্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হবে।

র‌্যালিকে কেন্দ্র করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনের রাস্তার দুই পাশে হাজার হাজার নেতাকর্মী সমবেত হয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, মে ২২, ২০১৫/আপডেটেড: ১৭০১ ঘণ্টা
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।