ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

খালেদার সঙ্গে ইসলামিক পার্টির নতুন চেয়ারম্যানের সাক্ষাৎ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৭, মে ২২, ২০১৫
খালেদার সঙ্গে ইসলামিক পার্টির নতুন চেয়ারম্যানের সাক্ষাৎ

ঢাকা: ২০ দলীয় জোটের অন্যতম শরীক দল বাংলাদেশ ইসলামিক পার্টির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার ছায়েদুল হাসান ইকবালের নেতৃত্বে পার্টির একটি প্রতিনিধি দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ১০টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তারা সাক্ষাৎ করেন।



দলটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মাহমুদুল হাসান গণমাধ্যমকে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেন।

সাক্ষাৎকালে ছায়েদুল হাসান ইকবালের নেতৃত্বে উপস্থিত ছিলেন পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. এজাজ হোসেন, ভারপ্রাপ্ত মহাসচিব আবু তাহের চৌধুরী, অতিরিক্ত মহাসচিব মো. আবুল কাশেম, যুগ্ম মহাসচিব মোহাম্মদ সাখাওয়াত হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মাহমুদুল হাসান, পার্টির ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র শক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খালেদ হাসান রুবেল প্রমুখ।

এসময় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপি’র সহ দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ২০ দলীয় জোটের অন্যতম নেতা ও ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টি-এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তুজা।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, মে ২২, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।