ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

রিজভী-পাপিয়ার জামিন বহাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৫, আগস্ট ১৭, ২০১৫
রিজভী-পাপিয়ার জামিন বহাল রুহুল কবির রিজভী ও আসিফা আশরাফী পাপিয়া

ঢাকা: নাশকতার দুই মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং তিন মামলায় বিএনপি নেতা আসিফা আশরাফী পাপিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

সোমবার (১৭ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।



চলতি বছরের ১৯ জানুয়ারি রিজভীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। এ দুই মামলায় ৭ জুলাই হাইকোর্ট তাকে জামিন দেন।

অপরদিকে ৩ ফেব্রুয়ারি এবং ৩ মার্চ পাপিয়ার বিরুদ্ধে তিনটি মামলা করে পুলিশ। এ তিন মামলায় পাপিয়াকে গত মাসে জামিন দেন হাইকোর্ট।

দুই জনের জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

সোমবার শুনানি শেষে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে জামিন বহাল রাখেন।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।