ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

গণহত্যা করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:১২, মে ২৩, ২০১৫
গণহত্যা করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জয়পুরহাট: নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি বলেছেন, গণহত্যা করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। সে কথাটি খালেদা জিয়া বেমালুম ভুলে গেছেন।

কিন্তু বাংলার জনগণ তা ভুলে যায়নি। আর সে কারণেই বিএনপি-জামায়াত জোটের স্থান আর বাংলার মাটিতে হবে না।

শুক্রবার (২২ মে) রাত ৯টায় জয়পুরহাট জেলা পরিষদ মিলনায়তনে সম্মিলিত শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় কথাগুলো বলেন, নৌ-পরিবহন মন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাহজাহান খান এমপি।

তিনি বলেন, খালেদা জিয়াকে ইতিমধ্যে মানুষ জঙ্গি ও খুনী নেত্রী হিসেবে চিহ্নিত করেছে। তাদের ধ্বংসযঞ্জ এ দেশের শান্তি প্রিয় মানুষ আর দেখতে চায় না। এ জন্য খুনীদের সঙ্গে আর যাই হোক প্রেম প্রীতি চলেনা।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি জামায়াত-শিবিরকে সঙ্গে নিয়ে বাস-ট্রাকে পেট্রোল ঢেলে পোড়াবেন, শ্রমিকসহ নিরীহ মানুষদের পুড়িয়ে মারবেন, সেই মানুষরা আপনাকে ভোট দিয়ে ক্ষমতায় বসাবেন, আপনার এই দুঃস্বপ্ন কোন দিনও পুরণ হবার নয়। এ ছাড়া শ্রমিকসহ সাধারণ মানুষকে পুড়িয়ে মারার জন্য খালেদাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে বলেও মন্ত্রী হুশিয়ারি উচ্চারণ করেন।

জয়পুরহাট সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে মন্ত্রী ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, কেন্দ্রীয় জাসদ নেত্রী শিরিন আক্তার এমপি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়া, সোনালী ব্যাংকের কেন্দ্রীয় সিবিএ সভাপতি কামাল উদ্দিন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, রাজশাহী বিভাগীয় শ্রমিক নেতা রফিকুল ইসলাম রফিক, আব্দুল লতীফ মণ্ডল, কামাল হোসেন রবি, শামসুদ্দিন শেখ হেলাল, জয়পুরহাট সম্মিলিত শ্রমিক ফেডারেশনের প্রধান উপদেষ্টা নন্দলাল পার্শী প্রমুখ।

জয়পুরহাট মোটর শ্রমিক ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা তিতাস মোস্তফার সঞ্চালনায় বক্তারা বলেন, বিএনপি-জামায়াত জোটের টানা হরতাল-অবরোধ চলাকালে অনেক শ্রমিক দগ্ধ হয়ে আজো যন্ত্রণায় ছটফট করছেন, সড়ক দুর্ঘটনায় আহত অনেক শ্রমিক পঙ্গুত্ব নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। এসব অসহায় শ্রমিক পরিবারের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বক্তারা সরকারসহ বিত্তবানদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ০৫১০ ঘণ্টা, মে ২৩, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।