ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাবির ২ শিক্ষার্থী কারাগারে

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
রাবির ২ শিক্ষার্থী কারাগারে ছবি: প্রতীকী

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আটক দুই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে পুলিশের ওপর হামলার একটি মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।



গ্রেফতারকৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের এনিমেল হাজবেন্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইমরান এবং ফলিত গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাজেদুর রহমান মালেক।

এর আগে বুধবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হল থেকে শিবির সন্দেহে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বাংলানিউজকে বলেন, বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হল থেকে তাদের পুলিশে দেওয়া হয়। পুলিশের ওপর হামলার একটি মামলায় সন্দেহভাজন হিসেবে তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।