ঢাকা: সংখ্যালঘুদের ওপর হামলার ব্যাপারে পুলিশকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, দিনাজপুরে সংখ্যালঘু ও ঢাকায় খ্রিস্টান পরিবারের ওপর হামলার ঘটনার পর পুলিশের উপস্থিতি দেখা যায়নি। দিনাজপুরের হামলার ঘটনায় স্থানীয়রা একজনকে আটক করলেও পুলিশ কাউকে আটক করতে পারেনি।
ঢাকা ও দিনাজপুরে সংখ্যালঘুদের ওপর এ রকম হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে পাকিস্তান যে মন্তব্য করেছে এ প্রসঙ্গে তিনি বলেন, পাকিস্তান যে ধৃষ্টতা দেখিয়েছে তার জবাব দেওয়া অতি প্রয়োজনীয় ছিল। আর এখন পাকিস্তানের সঙ্গে কূটনীতিক সম্পর্ক বিচ্ছিন্ন করার দরকার নেই তবে সম্পর্ক হালকা করা যায়।
বিএনপিকে উদ্দেশ্য করে সুরঞ্জিত বলেন, যতো মিটিং করুন না কেন, কোনো লাভ নেই। মুক্তিযুদ্ধের ইতিহাস মেনে রাজনীতি করতে হবে। নির্বাচনে আসবেন শেষ পর্যন্ত থাকবেন না, সেটিতে মানুষের মনে সন্দেহের দানা বাঁধছে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি সৈয়দ আহসান ইমামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সহ-সম্পাদক হাসিবুর রহমান মানিক, শাহজাহান আলম সাজু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫/আপডেট ১৯৩৬
এফবি/বিএস/আইএ