ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

ধুনটে লুটপাটের মামলায় শ্রমিকদল নেতা গ্রেফতার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৭, ডিসেম্বর ১৪, ২০১৫
ধুনটে লুটপাটের মামলায় শ্রমিকদল নেতা গ্রেফতার ছবি: প্রতীকী

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় চাঁদা না পেয়ে আওয়ামী লীগ নেতার দোকানে ভাঙচুর ও লুটপাটের মামলায় শ্রমিকদল নেতা মাহমুদুল হাসান বিদ্যুৎকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ধুনট-শেরপুর সড়কের হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।



মাহমুদুল হাসান বিদ্যুৎ উপজেলার রাঙ্গামাটি গ্রামের দুলাল ফকিরের ছেলে। তিনি ধুনট উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, ধুনট উপজেলার বেলকুচি মেলায় গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদুল হক বাচ্চুর ইলেট্রনিক্স পণ্যের দোকান রয়েছে। ২০০৭ সালের ১ জুলাই বাচ্চুর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন বিদ্যুৎ।

চাঁদা দিতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে বাচ্চুর দোকন ভাঙচুর করে প্রায় তিন লাখ টাকার মালপত্র লুট করেন তিনি।

ওসি আরো জানান, এই ঘটনায় ক্ষতিগ্রস্ত বাচ্চু বাদী হয়ে মাহমুদুল হাসান বিদ্যুতের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় বিদ্যুৎকে গ্রেফতার করে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ