ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

সব থেকে বড় কর্তব্য বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়ন

ইসমাইল হোসেন ও মহিউদ্দিন মাহমুদ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪১, ডিসেম্বর ১৪, ২০১৫
সব থেকে বড় কর্তব্য বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়ন ড. কামাল হোসেন

মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে: শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়ন করাই আজ সব থেকে বড় কর্তব্য বলে জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সোমবার (১৪ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।



তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন ছিলো বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা। স্বাধীনতা সহজে আসেনি, এ জন্য অনেক মূল্য দিতে হয়েছে। শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন পূরণ করতে হলে ১৬ কোটি মানুষের বৈষম্য দূর করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। দুর্নীতি, ব্যক্তিস্বার্থ থেকে মুক্তির জন্য সংগ্রাম অব্যাহত থাকবে। এ জন্য প্রয়োজন ঐক্যের।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এমআইএইচ/এমইউএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ