ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পৌর নির্বাচন

ফখরুলকে আহ্বায়ক করে বিএনপির সমন্বয় কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
ফখরুলকে আহ্বায়ক করে বিএনপির সমন্বয় কমিটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: পৌর নির্বাচনকে কেন্দ্র করে একটি সমন্বয় কমিটি গঠন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কমিটির আহ্বায়ক করা হয়েছে।



দলের যুগ্ম মহাসচিব মোহম্মদ শাহজাহানকে কমিটির সদস্য সচিব করা হয়েছে। এই কমিটি আসন্ন পৌরসভা নির্বাচন সংক্রান্ত বিএনপির যাবতীয় কাজের সমন্বয় করবে। আর কমিটির পুরো কাজ মনিটর করবেন খালেদা জিয়া নিজে।

কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল ১১ টায়। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠেয় ওই বৈঠকে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বিএনপির নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত কেন্দ্রীয় নেতারা।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে থাকা অবস্থায় তার অবর্তমানে দলের যুগ্ম মহাসচিব মোহম্মদ শাজাহানকে বিএনপির মেয়র প্রার্থীদের প্রত্যয়নকারী হিসেবে দায়িত্ব দেন খালেদা জিয়া।

গত পহেলা ডিসেম্বর জামিনে মুক্তি পাওয়ার পর পৌরসভা নির্বাচন সংক্রান্ত কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এজেড/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।