ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

‘৭১’র নির্যাতিতরা আ’লীগ আমলে সুবিচার পাচ্ছেন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৫, ডিসেম্বর ১৬, ২০১৫
‘৭১’র নির্যাতিতরা আ’লীগ আমলে সুবিচার পাচ্ছেন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের সময় শহীদ সন্তানরা আওয়ামী লীগ আমলে সুবিচার পাচ্ছেন, তাদের যারা নির্যাতন করেছে এর বিচার হচ্ছে।



বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এ শুভেচ্ছা জানান এবং মন্তব্য লিখেন।

তিনি লিখেছেন, এদিনে (বিজয় দিবসে) স্মরণ করছি পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের এদেশীয় সহযোগী দুর্বৃত্ত জামায়াতের দ্বারা নৃশংসভাবে নিহত আমাদের ত্রিশ লাখ ভাই-বোনকে। অবশেষে ৪৪ বছর পরে আমাদের আওয়ামী লীগ সরকারের আমলে তারা সুবিচার পাচ্ছেন।

এরপর জয় লেখেন, জয় বাংলা! জয় বঙ্গবন্ধু!

বাংলা এবং ইংরেজি দু’ভাষাতেই সজীব ওয়াজেদ জয় এটি লিখেছেন। এছাড়া দিনব্যাপী নানা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী পুত্র।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।