ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘উনিশ-একচল্লিশ’ এর স্বপ্ন দেখে লাভ নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
‘উনিশ-একচল্লিশ’ এর স্বপ্ন দেখে লাভ নেই শফিউল আলম প্রধান

ঢাকা: ২০১৬ সাল পর্য্ন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতায় থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারী) বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা সাম্প্রতিক রাজনীতি ও নাগরিক ভাবনা’ –শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।



বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে এই গোলটেবিল আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে শফিউল আলম প্রধান বলেন, ‘২০১৬’ সালে দাঁড়িয়ে ২০১৯ ও ২০৪১ সালের স্বপ্ন দেখছেন আপনি? লাভ হবে না। আপনি ২০১৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন কি না তার কোনো নিশ্চয়তা নেই।

নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ২০ দলীয় জোটের মধ্যে অনেকেই আছেন যারা হতাশা ছড়ানোর চেষ্টা করছেন। তারা সাবধান হয়ে যান। কেউ হতাশ হবেন না। কারণ আপনারা দেখবেন, ‘শেষ হাসিটা খালেদা জিয়া’ই হাসবেন’।

বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা প্রসঙ্গে তিনি বলেন, যারা মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নের বিরোধিতা করেন তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হওয়া উচিৎ।

আর একটি দিনও এই অবৈধ সংসদ থাকতে পারে না মন্তব্য করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমদ আযম খান বলেন, আমি সরকারকে বলতে চাই, আপনারা যে সময়টুকু ক্ষমতায় আছেন, সেটাকে কিভাবে বৈধতা দেবেন তা ভাবতে শুরু করুন। আর বেশি সময় নেই।

আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারী’র সভাপতিত্বে গোলটেবিল আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট অভিনেতা বাবুল আহমেদ, ‘জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এসজেএ/এইচকে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।