ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

গাইবান্ধায় শিবির নেতাসহ ২৮জন কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০০, ফেব্রুয়ারি ৯, ২০১৬
গাইবান্ধায় শিবির নেতাসহ ২৮জন কারাগারে ছবি: প্রতীকী

গাইবান্ধা: গাইবান্ধায় চলমান বিশেষ অভিযানে শিবির নেতাসহ গ্রেফতার ২৮ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।



সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সদরসহ সাত উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন বাংলানিউজকে গ্রেফতারের তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গ্রেফতার হওয়ারা নাশকতাসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডে দায়ের হওয়া মামলার আসামি। এদের মধ্যে পলাশবাড়ী উপজেলা শিবিরের সাবেক সাংগঠনিক সম্পাদক মিলন মিয়া (২৭) রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।