ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

শাহবাগ-মৎস্য ভবন এলাকায় জড়ো হচ্ছেন ১৪ দল নেতাকর্মীরা

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০০, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
শাহবাগ-মৎস্য ভবন এলাকায় জড়ো হচ্ছেন ১৪ দল নেতাকর্মীরা

ঢাকা: ১৪ দলের আহ্বানে গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত মানববন্ধন কর্মসূচিতে অংশ নিতে সোমবার (ফেব্রুয়ারি ১৫) বিকেল সাড়ে  তিনটা থেকে রাজধানীর শাহবাগ থেকে মৎস্যভবন রাস্তার পাশে জড়ো হয়েছেন ১৪ দলের নেতাকর্মীরা।

দলীয় নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে ব্যানার নিয়ে নানা স্লোগানের মানববন্ধনে জড়ো হচ্ছেন।



শাহবাগ এলাকায় মানববন্ধনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত অবস্থান নেওয়ার কথা থাকলেও তিনি এখন পর্যন্ত হাজির হননি।  

আনুষ্ঠানিকভাবে বিকেল ৪টা থেকে শুরু হয়ে ৫টা পর্যন্ত চলবে এই মানববন্ধন। মানববন্ধন কর্মসূচির কারণে এসব এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট।

‘পাকিস্তানের বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র ও কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ এবং খালেদা জিয়ার বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র ও বিভিন্ন অপকর্ম’ এর প্রতিবাদে এ মানববন্ধনের ডাক দেয় ১৪ দলের কেন্দ্রীয় কমিটি।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এমএম/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।