ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

জেএসডি’র কাউন্সিল ২৫ ফেব্রুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩১, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
জেএসডি’র কাউন্সিল ২৫ ফেব্রুয়ারি ছবি: রাজীব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা:  জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) কাউন্সিল আগামী ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। রাজধানীর ঢাকা মহানগর নাট্যমঞ্চে কাজী বশীর মিলনায়তনে এ কাউন্সিলের আয়োজন করা হয়েছে বলে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে জানানো হয়।



ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন।

তিনি জানান, ‘কাউন্সিলের প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে ৫০টি সাংগঠনিক জেলা ও মহানগর শাখার সম্মেলন ও কাউন্সিল সমাপ্ত হয়েছে। বাকি জেলায় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

‘দেশ গভীর রাজনৈতিক সঙ্কটে’ এমন মন্তক্য করে তিনি বলেন, অবিলম্বে ভোটাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করে একটি অংশগ্রহণমূলক নির্বাচন দিতে হবে।

‘আসন্ন কাউন্সিলে পুরতান নেতৃত্বের সঙ্গে নতুনদেরও সমন্বয় হবে,’ বলেন এই জেএসডি নেতা।

সংবাদ সম্মেলনে জেএসডি’র অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়:  ১৬৩২ ঘণ্টা, ১৬ ফেব্রুয়ারি, ২০১৬
এসএ/ইডি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।