ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

মাহমুদুল ইসলামের মৃত্যুতে খালেদার শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৩, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
মাহমুদুল ইসলামের মৃত্যুতে খালেদার শোক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

ঢাকা: সাবেক অ্যাটর্নি জেনারেল ও সংবিধান বিশেষজ্ঞ মাহমুদুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এক শোকবার্তায় তিনি বলেন, সাবেক অ্যাটর্নি জেনারেল মরহুম মাহমুদুল ইসলাম একজন খ্যাতিমান আইন বিশেষজ্ঞ হিসেবে বিচার বিভাগের সুনাম ও মর্যাদা অক্ষুন্ন রাখতে নিরলসভাবে কাজ করে গেছেন।

তিনি অত্যন্ত সুনামের সঙ্গে দেশের প্রধান আইন কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে দেশবাসীর মতো আমিও গভীরভাবে মর্মাহত।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মরহুম মাহমুদুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোকাহত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেছেন।

সোমবার(১৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও সংবিধান বিশেষজ্ঞ মাহমুদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২৩২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।