ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সরকার মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
সরকার মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: বর্তমান সরকার মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি ও সাবেক মন্ত্রী আ স ম আবদুর রব।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দলের জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।



তিনি বলেন, বিদ্যমান শাসন ব্যবস্থা দিয়ে সুশাসন, রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার কোনো কিছুই সুরক্ষা করা সম্ভব হবে না।

এসময় তিনি সংবিধানের আমূল পরিবর্তন, ৯টি প্রদেশ গঠন, ফেডারেল পদ্ধতির সরকার ব্যবস্থা ও দ্বি-কক্ষ বিশিষ্ট পালর্মেন্ট করার দাবি জানান।

লক্ষ্মীপুর জেলা জেএসডির সভাপতি জগদীশ চন্দ্র সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন, বিকাশ চন্দ্র সাহা, লক্ষ্মীপুর সদর উপজেলা সভাপতি আবুল হাশেম মোল্লা, কমলনগর উপজেলা সভাপতি অধ্যক্ষ আবুল মোতালেব, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন নিরব ও রামগঞ্জ উপজেলা সভাপতি আবু সাইদ মোহন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।