ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

সাতক্ষীরা জামায়াতের প্রচার সম্পাদকসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৪, ফেব্রুয়ারি ২১, ২০১৬
সাতক্ষীরা জামায়াতের প্রচার সম্পাদকসহ আটক ২ ছবি: প্রতীকী

সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা জামায়াতের প্রচার সম্পাদক আজিজুর রহমানসহ জামায়াতের দুই নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সাতক্ষীরা শহরের মুন্সীপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।



সাতক্ষীরা সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নজরুল বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাশকতার পরিকল্পনাকালে শহরের মুন্সীপাড়া থেকে তাদের আটক করা হয়েছে। এর মধ্যে ওলিউর রহমানের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।