ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

রাজনীতি

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে সিলেটের খায়ের ও জয়নাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৭, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে সিলেটের খায়ের ও জয়নাল

ঢাকা: নবগঠিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি খায়ের উদ্দিন চৌধুরী। আর স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন।

দু’জনই সিলেটের অধিবাসী।

এই প্রথমবারের মতো ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দায়িত্বে সিলেট জেলার দু’জন স্থান পেলেন।

ধর্ম বিষয়ক সম্পাদক খায়ের উদ্দিন চৌধুরী এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হলের সহ সম্পাদক, পরে বিশ্ববিদ্যালয়ের উপ-সাহিত্য সম্পাদক ও সর্বশেষ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

আর স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন এর আগে কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ছিলেন। তিনি সিলেট সদর উপজেলার বাসিন্দা।

খায়ের উদ্দিন চৌধুরী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এমফিলে অধ্যয়ন করছেন।
তার বাড়ি সিলেট জেলার কানাইঘাট উপজেলার ঝিঙ্গবাড়ি ইউনিয়নে।

বাংলানিউজকে খায়ের উদ্দিন চৌধুরী জানান, ছাত্রসমাজের সর্ববৃহৎ সংগঠন ছাত্রলীগকে এগিয়ে নিতে তিনি ভূমিকা রাখতে সচেষ্ট হবেন।

গত ২২ ফেব্রুয়ারি ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এসএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।