ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

যুবলীগ নেতা মোখলেছুরের মৃত্যুতে বগুড়া জেলা যুবলীগের শোক

বগুড়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৯, মার্চ ৪, ২০১৬
যুবলীগ নেতা মোখলেছুরের মৃত্যুতে বগুড়া জেলা যুবলীগের শোক

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলা যুবলীগ নেতা মোখলেছুর রহমান স্কটের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা যুবলীগের নেতারা।

শুক্রবার (০৪ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু স্বারক্ষিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বিবৃতিদাতারা হলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও যুবলীগের সভাপতি মঞ্জুরুল আলম মোহন, সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, সহ-সভাপতি আলহাজ শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক শুভাশিষ পোদ্দার লিটন ও আমিনুল ইসলাম ডাবলু, শহর যুবলীগের সভাপতি মাহফুজুল আলম জয়, সাধারণ সম্পাদক উদয় কুমার বর্মন, সদর উপজেলা যুবলীগের সভাপতি অধ্যক্ষ সহিদুল ইসলাম দুলু, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, শেরপুর উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভূট্টো।

নেতারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৬
এমবিএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।