ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতা জয়নাল আবেদীনের মায়ের মৃত্যু ফখরুলের শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৮, মার্চ ৫, ২০১৬
বিএনপি নেতা জয়নাল আবেদীনের মায়ের মৃত্যু ফখরুলের শোক মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: দলের বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন’র মা জোবেদা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৫ মার্চ) দলের দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের পাঠানো এক বার্তায় তিনি এ শোক ও দুঃখ প্রকাশ করেন।



মির্জা ফখরুল বলেন, এলাকার মানুষের কাছে পরোপকারী ও পরহেজগার নারী হিসেবে জোবেদা বেগম অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন। এলাকাবাসীর মতো আমিও তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

শুক্রবার (৪ মার্চ) রাতে বগুড়ার নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে দ্রুত ঢাকায় এনে ল্যাব এইড হাসপাতালে ভর্তি কর‍ানো হয় জোবেদা বেগমকে। কিন্তু সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।