ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

জোট নেতা কামরুজ্জামানের স্ত্রীর মৃত্যুতে খালেদার শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৯, মার্চ ৫, ২০১৬
জোট নেতা কামরুজ্জামানের স্ত্রীর মৃত্যুতে খালেদার শোক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

ঢাকা: বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ও ২০ দলীয় জোটের নেতা এ এইচ এম কামরুজ্জামানের স্ত্রী রিফাত আরা আজেমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শনিবার (৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ শোকবাণী জানান।



এতে বিএনপি চেয়ারপারসন বলেন, রিফাত আরা আজম তার এলাকায় একজন ধর্মপ্রাণ মহিলা হিসেবে সবার কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন। প্রধান অভিভাবকের মৃত্যুতে পরিবারের সদস্যরা যেন শোক সংবরণ করতে পারেন।

রিফাত আরা আজমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।