ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

৪ ছাত্রদল কর্মীকে হল থেকে বের করে দিল জাবি ছাত্রলীগ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
৪ ছাত্রদল কর্মীকে হল থেকে বের করে দিল জাবি ছাত্রলীগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের ৪ কর্মীকে পিটিয়ে হল থেকে বের করে দিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা।

মঙ্গলবার (৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মওলানা ভাসানী হলে এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান,  ছাত্রদল করার অপরাধে মওলানা ভাসানী হলের ৪১তম ব্যাচের ছাত্র নুরুল হক (পর্দাথ বিজ্ঞান বিভাগ), আসাদুজ্জামান আসাদ, স্বপন আলী (ইংরেজি বিভাগ) ও মেহেদী হাসানকে (ইতিহাস বিভাগ)  বেধড়ক মারধর করে হল থেকে বের করে দেয় ওই হলের ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে তাদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোর্শেদুর রহমান আকন্দ জানান, বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ছাত্রলীগ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে আসছিলো। সর্বশেষ মঙ্গলবার (৮মার্চ) ভোরে ছাত্রদলের গোপন মিটিং করে তারা রুমে ঢুকছে এমন খবর পেয়ে জুনিয়ররা তাদের মারধর করে। ভবিষ্যতে ক্যাম্পাসকে কেউ অস্থিতিশীল করতে চাইলে এভাবেই জাবি ছাত্রলীগ তাদেরকে শক্ত হাতে দমন করবে।

মারধরের শিকার ছাত্রদল কর্মীদের সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে ছাত্রদল কর্মীর উপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও
প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বুধবার (৯ মার্চ) দুপুরে শাখা ছাত্রদলের সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

এতে তারা, ছাত্রদল কর্মীদের ওপর ছাত্রলীগের নির্মম, বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অন্যথায় এর প্রতিবাদে যে কোন অপ্রীতিকর ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী থাকবেন বলে তারা বিবৃতিতে উল্লেখ করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, এটা হলের অভ্যন্তরীণ  ব্যাপার। তবে অভিযোগ পেলে অভিযোগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৬
আরআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।