ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

মীর কাসেমের ফাঁসির রায় বহালে নগরকান্দায় আনন্দ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৭, মার্চ ৯, ২০১৬
মীর কাসেমের ফাঁসির রায় বহালে নগরকান্দায় আনন্দ মিছিল

ফরিদপুর: একাত্তরে হত্যা-গণহত্যার দায়ে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি আলবদর নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায় সুপ্রিম কোর্টে বহাল থাকায় ফরিদপুরের নগরকান্দায় আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা।

বুধবার (৯ মার্চ) বেলা ১১টায় নগরকান্দা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলার দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি বের করা হয়।

মিছিলটি নগরকান্দা বাজার হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, নগরকান্দার পৌর মেয়র রায়হান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আবু বকর মিয়া, আওয়ামী লীগ নেতা আলিমুজ্জামান টুলু, মোস্তাক আহমেদ, মিজানুর রহমান, নিমাই সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
আরকেবি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।