ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

কবি রফিক আজাদের মৃত্যুতে খালেদার শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪০, মার্চ ১২, ২০১৬
কবি রফিক আজাদের মৃত্যুতে খালেদার শোক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া -ফাইল ফটো

ঢাকা: কবি, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি রফিক আজাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার (১২ মার্চ) সংবাদ মাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।



বিএনপি চেয়ারপারসন বলেন, “দেশের জনপ্রিয় কবি ও সাংবাদিক রফিক আজাদের  মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। ”

তিনি বলেন, কবি রফিক আজাদের কবিতার মূল প্রতিপাদ্য হচ্ছে মানুষ ও মানবিকতা। সব ধরণের অন্যায় ও অবিচারের বিরুদ্ধে তার কবিতায় ফুটে উঠতো দ্রোহের বাণী। অসাধারণ কাব্য রচনার জন্য মরহুম কবি রফিক আজাদ দেশের মানুষের মনে চির অম্লান হয়ে থাকবেন।

বিএনপি চেয়ারপারসন বলেন, মরহুম কবি রফিক আজাদের সৃষ্টিকর্মে অত্যাচারী শাসকের মুখোশ উন্মোচন এবং জনগণের ওপর উৎপীড়ণ ও শোষনের আখ্যান অসাধারণ নিপূণতায় ফুটিয়ে তুলতে পারতেন। এছাড়া দেশকে হানাদারমুক্ত করতে তিনি স্বাধীনতাযুদ্ধে যেভাবে বীরত্বের সঙ্গে লড়াই করেছেন সেজন্য জাতি তাকে চিরদিন স্মরণ করবে।

স্বনামধন্য এ কবি ও সাংবাদিকের ইন্তেকালে দেশের সাংস্কৃতিক অঙ্গন ও সাংবাদিকতা জগতে যে শূন্যতার সৃষ্টি হলো তা সহজে পুরণ হবার নয় বলেও বিএনপি চেয়ারপার্সন উল্লেখ করেন।

খালেদা জিয়া মরহুম কবি রফিক আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যবর্গ, সাংবাদিকতা জগতের সকল সহকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, ভক্ত, গুনগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানান।

অপর এক শোকবার্তায় তার মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

শনিবার (১২ মার্চ) দুপুর ২টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা যান ৭৪ বছর বয়সী কবি রফিক আজাদ।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
বিএস


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।