ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

চাটমোহরের মথুরাপুরে বিএনপির প্রার্থী বাছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫২, মার্চ ১২, ২০১৬
চাটমোহরের মথুরাপুরে বিএনপির প্রার্থী বাছাই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাবনা: তৃণমূল নেতাকর্মীদের প্রত্যক্ষ সমর্থনে পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির একক প্রার্থী বাছাই করা হয়েছে।

শনিবার (১২ মার্চ) সন্ধ্যায় মথুরাপুর আদর্শ ক্লাবে তৃণমূল নেতাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠদের সমর্থনে বিএনপির একক প্রার্থী হিসেবে রেজাউল করিম বাবুর নাম ঘোষণা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাসাদুল ইসলাম হীরা।



এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ৪৮ জন ভোটারের মধ্যে ৩১ জন দলীয় ভোটার উপস্থিত থেকে বাবুর পক্ষে তাদের সমর্থন জানান।

সভায় জেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ মোশারাফ হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল কুদ্দুস আলো, পৌর বিএনপির সভাপতি এ এম জাকারিয়া, উপজেলা কৃষকদলের আহ্বায়ক অধ্যক্ষ মাহমুদুল আলম, ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলাদলের সভানেত্রী সুফিয়া খাতুন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান বিশ্বাস, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আসাদুজ্জামান আরশেদ, যুগ্ম সম্পাদক তোফাজ্জেল হোসেন তোফা প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।