ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

খুলনায় ছাত্রদল সভাপতি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১৪, মার্চ ১৩, ২০১৬
খুলনায় ছাত্রদল সভাপতি গ্রেফতার ছবি: প্রতীকী

খুলনা: খুলনা মহানগর ছাত্রদল সভাপতি আরিফুজ্জামান আরিফকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে খুলনা সদর থানা পুলিশ নগরীর নিরালা হাজী বাড়ি এলাকা থেকে অগ্নিসংযোগ ও ভাঙচুরসহ নাশকতার অভিযোগে তাকে গ্রেফতার করে।



পুলিশ জানায়, ছাত্রদল নেতা আরিফের বিরুদ্ধে নাশকতার সাতটি মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় গ্রেফতার করা হলো।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, নাশকতার সাত মামলায় আরিফকে গ্রেফতার করা হয়েছে। এখন থানায় রয়েছেন তিনি।

এর আগে, গতকাল শুক্রবার (১১ মার্চ) রাত ৮টার দিকে খুলনা জেলা বিএনপির সহ-সভাপতি ও ফুলতলা উপজেলা বিএনপির আহ্বায়ক কওছার আলী জমাদ্দারকে (৭৫) গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
এমআরএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।