ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

কমলনগরে বিদ্রোহী প্রার্থীকে আ’লীগ থেকে অব্যাহতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৬, মার্চ ১৪, ২০১৬
কমলনগরে বিদ্রোহী প্রার্থীকে আ’লীগ থেকে অব্যাহতি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পাটোয়ারি হাট ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান এ কে এম রাশেদ বিল্লাহ ও তার ভাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন মাহমুদকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজুর যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।



প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় সভানেত্রীর সিদ্ধান্ত উপেক্ষা করে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামী লীগের সদস্য একেএম রাশেদ বিল্লাহ এবং বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর দায়ে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন মাহমুদকে দলের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হলো।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার বলেন, পাটোয়ারিরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজুর পক্ষে দলের সবাইকে কাজ করার নির্দেশ দেওয়া হয়ছে। দলের কেউ যদি দলীয় প্রাথীর বাইরে অন্য কোনো প্রার্থীর নির্বাচনের কার্যক্রমে অংশ নেয় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ১২ মার্চ শনিবার চর ফলকন ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য মোশারেফ হোসেন বাঘাকেও অব্যাহতি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।