ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

চরম রাজনৈতিক সংকটেও যোগ্য নেতৃত্ব দেন খোন্দকার দেলোয়ার

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৯, মার্চ ১৫, ২০১৬
চরম রাজনৈতিক সংকটেও যোগ্য নেতৃত্ব দেন খোন্দকার দেলোয়ার খোন্দকার দেলোয়ার হোসেন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: এক এগারোতে দেশের চরম রাজনৈতিক সংকটকালে খোন্দকার দেলোয়ার হোসেন বিভিন্ন চক্রান্ত রুখতে যোগ্য নেতৃত্ব দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, বিএনপির সাবেক মহাসচিব, বরেণ্য রাজনীতিবিদ অ্যাডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেন ছিলেন একজন দৃঢ়চেতা, আদর্শনিষ্ঠ ব্যক্তি।

দেশের মানুষের মনে তার প্রতি শ্রদ্ধা সব সময়ই থাকবে।

ফখরুল বলেন, ১/১১-তে দেশের এক চরম রাজনৈতিক সংকটকালে বিএনপি মহাসচিবের দায়িত্ব নিয়ে তিনি সব ধরনের চক্রান্ত রুখে দেন। দলকে যোগ্য নেতৃত্ব দেন। তার অবদান অনেক।

খোন্দকার দেলোয়ার হোসেনের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

২০১১ সালের ১৬ মার্চ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।