ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান জামিনে মুক্ত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০২, মার্চ ১৬, ২০১৬
সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান জামিনে মুক্ত

সাভার (ঢাকা): সাভার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও আশুলিয়া থানা মহিলা দলের সভানেত্রী মিনি আক্তার ঊর্মি জামিনে মুক্তি পেয়েছেন।

এক মাস কারাভোগ শেষে মঙ্গলবার (১৫ মার্চ) রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

এ সময় তাকে পরিবারের সদস্যরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বিশ দলীয় জোটের সরকারবিরোধী আন্দোলনের নামে নাশকতা ও গাড়ি ভাঙচুরসহ চরাটি মামলায় আসামি হয়ে মিনি আক্তার উর্মি গত ১৫ ফেব্রুয়রি আদালতে হাজির হন। আদালত তার জামিন আবেদন বাতিল করে জেল হাজতে পাঠান।

মঙ্গলবার জজ কোর্টে তার আইনজীবী অ্যাডভোকেট নাজিমউদ্দিন ফের জামিন আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করেন।

বাংলাদেশ সময়: ০৯০৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
টিআই



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।