ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ভাঙ্গা পৌর নির্বাচন

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে পদক্ষেপ দাবিতে বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০১, মার্চ ১৭, ২০১৬
সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে পদক্ষেপ দাবিতে বিক্ষোভ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে মামলা এবং ভয়ভীতি প্রদর্শন করার অভিযোগ তুলেছে ফরিদপুর ভাঙ্গা পৌর নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী সৈয়দ আবুল ফজল প্রিন্স।

একইসঙ্গে তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।



বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে ভাঙ্গা পৌর সদর এলাকায় তার বাড়িতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে প্রিন্স এসব অভিযোগের কথা জানান।

তিনি অভিযোগ করেন, ১৫ মার্চ আওয়ামী লীগের প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষকে কেন্দ্র করে মহাসড়কও অবরোধ করা হয়। দুই পক্ষ একে অন্যের নামে মামলাও দায়ের করেছে।

তার প্রধান নির্বাচনী এজেন্টকে আসামি করে দায়ের করা সরকার দলীয় প্রার্থীর মামলা উদ্দেশ্য প্রনোদিত, দাবি করেন এই প্রার্থী।

তিনি আরও অভিযোগ তোলেন, সরকার দলীয় সমর্থকরা আমার কর্মীদের নানাভাবে হয়রানি, হুমকি, ভয়ভীতি প্রদর্শন করে আসছে। আমার কর্মীদের মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে, এতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

সংবাদ সম্মেলন শেষে প্রিন্সের কর্মী-সমর্থকরা শহরে বিক্ষোভ মিছিল বের করে।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।