ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ফের ৫ দিনের রিমান্ডে শফিক রেহমান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৪, এপ্রিল ২২, ২০১৬
ফের ৫ দিনের রিমান্ডে শফিক রেহমান

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার সাংবাদিক শফিক রেহমানকে আরও ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

 

প্রথম দফা রিমান্ড শেষে শুক্রবার (এপ্রিল ২২) দুপুরে শফিক রেহমানকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

পরে বেলা সাড়ে তিনটায় এ ব্যাপারে শুনানি অনুষ্ঠিত হলে শফিক রেহমানের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

শুনানিকালে শফিক রেহমানের আইনজীবীরা রিমান্ড শুনানি পিছিয়ে দেয়ার আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেন।

একই সঙ্গে শফিক রেহমানের সঙ্গে তার স্ত্রী ও আইনজীবীর একান্তে ১৫ মিনিট কথা বলার জন্য করা আবেদনও নামঞ্জুর করেন আদালত।

শুনানিতে শফিক রেহমানের পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার। রাষ্ট্রপক্ষে শুনানি করেন পুলিশের জিআরও মো. জালালউদ্দিন।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
এমআই/আরএইচএস/আরআই

*** আরও ৭ দিনের রিমান্ড আবেদন শফিক রেহমানের বিরুদ্ধে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।