ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহে আ’লীগ-বিএনপির সংঘর্ষে আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৯, এপ্রিল ২২, ২০১৬
ঝিনাইদহে আ’লীগ-বিএনপির সংঘর্ষে আহত ৫

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের বাসুদেবপুর বাজারে ভোট চাওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সদর উপজেলার খলিলুর রহমানের ছেলে ফিদু মুন্সি (৪৮), একই গ্রামের আনারুল ইসলামের ছেলে আব্দুর রশিদ (৩৫), বাসুদেবপুর গ্রামের সোহরাব হোসেনের ছেলে আব্দুল হান্নান (৪০), মধুপুর গ্রামের আজিবর রহমানের ছেলে জাহাঙ্গীর হোসেন (৪০) ও কংশী গ্রামের আজিবর রহমানের ছেলে হাফিজুর রহমান (৪০)।

আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ফিদু মুন্সির অবস্থার অবনতি হলে হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আহত আব্দুল হান্নান বাংলানিউজকে জানান, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম হিরনের পক্ষে নৌকা প্রতীকে ভোট চাওয়ার জন্য তার কয়েকজন সমর্থক বাসুদেবপুর বাজারে যায়। সে সময় বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী রোকনুজ্জামানের লোকজন তাদের ওপর হামলা চালিয়ে কুপিয়ে আহত করে।

ঝিনাইদহ সহকারী পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল বাংলানিউজকে জানান, বিকেলে আওয়ামী লীগ সমর্থিত কিছু লোকজন বাসুদেবপুর বাজারে যায়। বাজারে আব্দুল মান্নান ওরফে ভীম নামে বিএনপি সমর্থক একজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

তিনি আরো বলেন, এ সংঘর্ষ ইউপি নির্বাচন বা রাজনৈতিক নয়। শত্রুতার জের ধরে তাদের মধ্যে এ সংঘর্ষ হয়। পরিস্থিতি বর্তমানে শান্ত থাকলেও ফের যেন সংঘর্ষ না ঘটে সেজন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
এটিআর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।