ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় ২১ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
বগুড়ায় ২১ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া (গাবতলী) থেকে: তৃতীয়ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বগুড়ার গাবতলীর ১১টি ও ধুনট উপজেলার ১০টি মোট ২১টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে।

 

নির্বাচনী কেন্দ্রগুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা গ্রহণ করেছে।

নির্বাচনী এলাকায় বিজিবি র‌্যাব পুলিশ ছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে একাধিক ভিজিলেন্স টিম কাজ করছেন।

 

শনিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে নির্বাচনী এলাকার বিভিন্ন কেন্দ্র ঘুরে এরকম চিত্র দেখা গেছে।

তৃতীয়ধাপের ইউপি নির্বাচনে গাবতলীর উপজেলার ১১টি ইউনিয়নে মোট ২ লাখ ২৫ হাজার ৯৮৯ জন ভোটার ১০৩টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৫৩ জন, সংরক্ষিত সদস্য (মহিলা) পদে ১১৫ জন ও সাধারণ সদস্য (পুরুষ) পদে ৩৮১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অপরদিকে, ধুনটের ১০টি ইউনিয়নে মোট ২ লাখ ৬ হাজার ৭১০ ভোটার ৯০টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৩৯ জন, সংরক্ষিত সদস্য (মহিলা) পদে ১১৫ জন ও সাধারণ সদস্য (পুরুষ) পদে ৩৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী বাংলানিউজকে জানান, দুই উপজেলার ২১টি ইউনিয়নে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ভোট গ্রহণের কাজ শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। ইতোমধ্যে মনিটরিং টিম, ভিজিলেন্স টিম ও আইন-শৃঙ্খলা রক্ষায় গঠিত সেল কাজ শুরু করেছে বলেও জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
এমবিএইচ/ওএইচ/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।