ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফরিদপুরের বোয়ালমারীতে ভোটগ্রহণ চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
ফরিদপুরের বোয়ালমারীতে ভোটগ্রহণ চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: তৃতীয়ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ৮টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।  

শনিবার (২৩ এপ্রিল) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।

 

পুরুষ ও নারী ভোটাররা লাইন দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়ছে। বোয়ালমারী উপজেলার ৮টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৩১ হাজার ২ জন।  

এদিকে, চতুল ইউনিয়নের পোয়াইল কেন্দ্রে বিএনপির এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী শাহ মোহাম্মদ মঞ্জু।  

শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ করতে নির্বাচন কমিশন সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশ, র‌্যাব, আনসার ও তিন প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৮টি ইউপিতে চেয়ারম্যান প্রার্থী ৩৬ জন, সাধারণ সদস্য পদে ২৪৯ জন এবং সংরক্ষিত সদস্য (নারী) ৭৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
আরকেবি/ওএইচ/পিসি


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।