ঢাকা: সাংবাদিক শফিক রেহমানকে চক্রান্ত করে গ্রেফতার করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, শফিক রেহমানকে মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়েছে। বয়োবৃদ্ধ ও অসুস্থ এই মানুষটিকে পাঁচ দিনের রিমান্ড শেষে আবারও পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যা অমানবিক ও দুঃখজনক।
তিনি বলেন, গত বছরের ৩ আগষ্ট পল্টন মডেল থানায় দায়েরকৃত এফআইআর’র ভিত্তিতে শফিক রেহমানকে গ্রেফতার দেখানো হয়েছে। কিন্তু কোনো মামলায় তার নাম নেই। শুধুমাত্র প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের একটি ফেসবুক স্ট্যাটাসের ওপর ভিত্তি করেই তাকে গ্রেফতার করা হয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, মার্কিন সরকারের ডকুমেন্টে উল্লেখিত সজিব ওয়াজেদ জয় ও প্রায় আড়াই হাজার কোটি টাকার সন্দেহজনক লেনদেনের বিষয়ে সরকার টু শব্দটি করছে না? জনগণ জানতে চায় এই লেনদেনের টাকার উৎস কি?
শেয়ার মার্কেট ও ব্যাংকগুলোর হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে তারও কোনো বিচার হচ্ছে না বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা।
এ সময় তিনি এসব বিষয়ে সরকারকে জবাবদিহিতার আহ্বান জানিয়ে শফিক রেহমানকে অবিলম্বে মুক্তির দাবি জানান ।
বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬/আপডেট: ১২২৮ ঘণ্টা
এমএম/আরএইচএস/পিসি