ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

লৌহজংয়ে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৬, এপ্রিল ২৩, ২০১৬
লৌহজংয়ে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বর্জন করেছেন।

শনিবার (২৩ এপ্রিল) বেলা সোয়া ১১টায় হলদিয়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আল ইউসুফ আজাদ (চঞ্চল মোল্লা) সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

এ সময় তিনি নির্বাচনে অনিয়ম, কারচুপি ও সরকারি দলের প্রার্থীর বল প্রয়োগের অভিযোগ করেন।

অপরদিকে বেলা সাড়ে ১১টার দিকে একই ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মো. আক্তার হোসেন খান লাবু তার বাসভবনে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।