ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘সুশীল সমাজের পরিচয়ে হত্যাকারীর পক্ষ নেবেন না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
‘সুশীল সমাজের পরিচয়ে হত্যাকারীর পক্ষ নেবেন না’ ছবি: বাংলানিউজটোেয়েন্টিফোর.কম

ঢাকা: সাংবাদিক শফিক রেহমান ও মাহমুদুর রহমানের গ্রেফতারের প্রতিবাদকারীদের মায়াকান্না বন্ধের অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

তিনি বলেন, সুশীল সমাজের পরিচয় দিয়ে হত্যার ষড়যন্ত্রকাকারীদের পক্ষ নেবেন না, এটা জনগণ দেখতে চায় না।

শনিবার (২৩ এপ্রিল) জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ঢাকা মিডিয়া ক্লাব লিমিটেডের আয়োজনে ঢাকা মহানগর আওয়ামী লীগের নবনির্বাচিত  দক্ষিণের সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ এবং উত্তরের সাধারণ সম্পদক মো. সাদেক খানকে পেশাজীবীদের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।

হানিফ বলেন, শফিক রেহমানকে তার লেখার জন্য আইনের আওতায় আনা হয়নি। তার বিরুদ্ধে মামলা হয়েছে প্রধানমন্ত্রী পুত্রকে হত্যার পরিকল্পনার জন্য।

তিনি বলেন, মাহমুদুর রহমান হঠাৎ সাংবাদিক হয়ে গেছেন। এরপর তিনি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য হেফাজতে ইসলামকে ৮০ কোটি টাকা বণ্টন করেছেন তার অফিসে বসে, যার প্রমাণ রয়েছে।

‘একাত্তরের পরাজিত শক্তি প্রতি পদে পদে আওয়ামী লীগ সরকারকে বাধা দিচ্ছে। তা না হোলে বিশ্বের চিন্তাবিদের মধ্যে শেখ হাসিনা প্রথম হতেন’- বলেন হানিফ।

তিনি বলেন, একাত্তরের পরাজিত শক্তি বঙ্গবন্ধু পরিবারকে ভয় পায় বলেই শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করেছে।

কোনো জঙ্গি আমাদের পথ রোধ করতে পারবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল অনুষ্ঠানে বলেন, নিরাপত্তার নামে অনেকে বহু উপদেশ আমাদের হজম করার কথা বলেন। কিন্তু আমরা নিজের মত জনগনকে পাশে নিয়ে পথ চলবো।

১৯ বার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নিজেদের মধ্যে আত্মকলহ বন্ধ করুন, দলকে ভালবাসুন। মতভেদ থাকতে পারে, কিন্তু সবাই নেত্রীর কথা মতো চলবো।

ঢাকা মিডিয়া ক্লাবের সভাপতি অভি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
এফবি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।