ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

ময়মনসিংহে মশাল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৫, এপ্রিল ২৯, ২০১৬
ময়মনসিংহে মশাল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ : ময়মনসিংহ সদরের বোরোরচর ইউনিয়নে মশাল প্রতীকের প্রার্থী হামিদুল ইসলামকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন।

শুক্রবার (২৯ এপ্রিল) বিকেলে স্থানীয় রোরোরচর ইউনিয়নের কাচারি বাজার ও ভাটিপাড়া বাজার এলাকায় পৃথক দু’টি সমাবেশে এ আহ্বান জানান তিনি।

 

এ সময় আরও বক্তব্য রাখেন- জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, মহানগর জাসদ নেতা আমিনুল ইসলাম, জাসদ মনোনীত প্রার্থী মো. হামিদুল ইসলাম, জেলা জাসদ ছাত্রলীগ সভাপতি রাকিব মাহমুদ, ছাত্রনেতা ওমর ফারুক প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৬ 

এমএএএম/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।